‘শিশুর অধিকার প্রতিষ্ঠায় বিত্তবানদের এগিয়ে আসা উচিত’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বঙ্গবন্ধু শিশুদের খুব ভালোবাসতেন। তিনি চাইতেন সবার সমান অধিকার হবে। কোনো সন্তান মায়ের কোলে ধুঁকে ধুঁকে মারা যাবে না। আমরা সে লক্ষ্যে কাজ করে যাচ্ছি। শিশুর অধিকার প্রতিষ্ঠায় বিত্তবানদের এগিয়ে আসা উচিত।’
আজ সোমবার বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০১৬ উপলক্ষে রাজধানীর শিশু একাডেমিতে আয়োজিত এক শিশু সমাবেশে এ কথা বলেন তিনি।
সমাজের বিত্তবানদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, আমি আহ্বান জানাবো- আপনার প্রতিবেশী দরিদ্র শিশুটির খোঁজ নিন। একটি শিশুও যেনো খাবারের অভাবে কষ্ট না পায়, এজন্য এগিয়ে আসুন।
তিনি বলেন, দেশে এখন খাদ্যের কোনো অভাব নাই, আমরা ১৬ কোটি মানুষের খাবার নিশ্চিত করেছি। আপনারা একটু এগিয়ে এলেই কোনো শিশু খাওয়ার কষ্ট পাবে না।
প্রধানমন্ত্রী আরো বলেন, প্রতিবন্ধীদের জন্য এখন পরীক্ষায় ২০ থেকে ৩০ মিনিট সময় বেশি দেয়া হচ্ছে। এছাড়া শিশুদের জন্য জেলা-উপজেলা হাসপাতালে চিকিৎসার বিশেষ ব্যবস্থা করা হয়েছে। তাদের জন্য প্রতিটা হাসপাতালে ৭টি করে আলাদা বেডের ব্যবস্থা করা হয়েছে।