তথ্যপ্রযুক্তি খাতের অন্যতম শীর্ষ বাণিজ্যিক সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) ২০১৬-১৯ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন নিয়ে প্রচার শুরু হয়েছে।
দুটি প্যানেল থেকে আনুষ্ঠানিকভাবে প্রার্থী ঘোষণা করে বিজ্ঞপ্তি আকারে তা বিভিন্ন গণমাধ্যমে পাঠানো হচ্ছে।
ডিজিটাল ব্রিগেড প্যানেলের নেতৃত্ব দিচ্ছেন আনন্দ কম্পিউটারসের মোস্তাফা জব্বার ও দ্য চেঞ্জ মেকারস প্যানেলের নেতৃত্বে আছেন মাইক্রোসফট বাংলাদেশের সোনিয়া বশির কবির।
আজ মঙ্গলবার ডিজিটাল ব্রিগেড প্যানেলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে প্যানেল ঘোষণার কথা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। প্যানেলে রয়েছেন রাসেল টি আহমেদ, ফারহানা এ রহমান, এম রাশিদুল হাসান, মো. মোস্তাফিজুর রহমান, রিয়াদ এস এ হোসাইন, এ কে এম আহমেদুল ইসলাম, দেলোয়ার হোসেন এবং সহযোগী সদস্য হিসেবে উত্তম কুমার পাল।
প্যানেল প্রসঙ্গে মোস্তফা জব্বার প্রথম আলোকে বলেন, ‘ভারসাম্যপূর্ণ সমন্বিত একটি প্যানেল দিয়েছি। ডিজিটাল বাংলাদেশের রূপকল্প বাস্তবায়নে এ প্যানেল কাজ করবে। যেহেতু দ্য চেঞ্জ মেকারস প্যানেলবাংলাদেশের সফটওয়্যার বাজার বড় হচ্ছে, সে ক্ষেত্রে স্থানীয় ও দেশীয় সফটওয়্যারকে অধিক গুরুত্ব ও অংশগ্রহণ নিশ্চিত করতে চাই।’
এর আগে ৮ জুন আনুষ্ঠানিকভাবে প্যানেল ঘোষণার কথা জানায় দ্য চেঞ্জ মেকারস প্যানেল। ওই প্যানেলের পাঠানো বিজ্ঞপ্তি অনুযায়ী প্যানেলে
রয়েছেন মোস্তফা রফিকুল ইসলাম, সুফি ফারুক ইবনে আবু বকর, সৈয়দ আলমাস কবির, আজমল হক, নাজমুল করিম চৌধুরী, সাব্বির রহমান, মো. সাইদুল ইসলাম মজুমদার ও সহযোগী সদস্য জামান খান ৷ চার স্বতন্ত্র প্রার্থী হলেন মো. এনামুল হক, রাশাদ কবির, খন্দকার আবদুল হাফিজ ও আবদুল মতিন ভুঁইয়া।
সোনিয়া বশির কবির বলেন, দ্য চেঞ্জ মেকারস প্যানেল স্লোগান হিসেবে নিয়েছে ‘মেম্বারস ফার্স্ট’। বেসিস সদস্যদের স্বার্থ সংরক্ষণের বিষয়টিকে সামনে আনতে চায় এ প্যানেল।
২৫ জুন অনুষ্ঠেয় বেসিস পরিচালনা পরিষদের নির্বাচনে নয়টি পদের জন্য লড়বেন দুই প্যানেলের প্রার্থীরা।